ব্রিটিশ কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ল্যাটেন্ট লজিক’কে কিনে নিয়েছে গুগলের স্বচালিত গাড়ির প্রতিষ্ঠান ওয়েইমো। তবে কী পরিমাণ অর্থে ল্যাটেন্ট লজিকের মালিকানা হাতে পেয়েছে প্রতিষ্ঠানটি, তা জানা যায়নি।

সহ-প্রতিষ্ঠাতা শিমন হোয়াইটসন এবং হোয়াও মেসিয়াসের হাত ধরে ২০১৭ সালে যাত্রা শুরু করে অক্সফোর্ডভিত্তি প্রতিষ্ঠান ল্যাটেন্ট লজিক। দুই সহ-প্রতিষ্ঠাতাই অক্সফোর্ড ইউনিভার্সিটির শিক্ষাবিদ। ল্যাটেন্ট লজিকের কৃত্রিম বুদ্ধিমত্তাটি মূলত ‘অনুকরণের মাধ্যমে শিখে’ থাকে। ওয়েইমো আশা করছে, ল্যাটেন্ট লজিকের প্রযুক্তির মাধ্যমে স্বচালিত গাড়িকে জটিল পরিস্থিতি মোকাবেলা করা শেখানো সম্ভব হবে। -- খবর ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের।

জটিল পরিস্থিতি বলতে মোড় ঘোরার সময় অন্য গাড়ি স্বচালিত গাড়ির সামনে চলে আসা, দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে মানুষ বের হয়ে সামনে চলে আসা বা বৃষ্টিতে সাইকেল আরোহীর পিছলিয়ে যাওয়া ইত্যাদিকে বুঝানো হচ্ছে।

এ প্রসঙ্গে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, “প্রতিষ্ঠানটির টিম ‘শক্তিবৃত্তিতে শেখা ও অনুকরণে শেখা’র ব্যাপারে বেশ দক্ষ। আচরণ, অনুমান ও পরিকল্পনার ক্ষেত্রে ওয়েইমো যতটুকু উন্নতি করেছে, তা আরও ত্বরান্বিত করতে সহায়তা করতে পারবে এটি।”

শুধু ল্যাটেন্ট লজিকের প্রযুক্তি ও দল নয়, প্রতিষ্ঠানটির নতুন অক্সফোর্ড কার্যালয়ও ব্যবহার করবে ওয়েইমো। এ বিষয়ে গার্ডিয়ান মন্তব্য করেছে, ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ের বাইরে দ্বিতীয় আরেকটি কৃত্রিম বুদ্ধিমত্তা ঘাঁটি গড়ে তুলতে চাইছে প্রতিষ্ঠানটি।


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম