ভারতের প্রধান আটটি অবকাঠামো খাত চলতি বছরের নভেম্বর নিয়ে টানা চতুর্থ মাসে সংকোচনে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে দেশটির শিল্প বিভাগের পরিসংখ্যানে। এ মাসে খাতগুলো সংকুচিত হয়েছে ১ দশমিক ৫ শতাংশ। তবে তা অক্টোবরের চেয়ে কম সংকুচিত হয়েছে। মাসটিতে তা সংকুচিত হয়েছিল ৫ দশমিক ৮ শতাংশ। খবর লাইভমিন্ট।

চলতি বছরের সেপ্টেম্বর প্রান্তিকে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪ দশমিক ৫ শতাংশ নিয়ে দেড় বছরের নিম্নে নেমে আসে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে দেশটির পণ্য ও সেবার চাহিদা কমায় এমন হয়েছে। তবে নভেম্বরে আগের মাসের তুলনায় প্রধান আট খাতের স্বল্প সংকোচন দেশটির শ্লথ অর্থনীতি খানিকটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত বলে মনে করেন কোনো কোনো অর্থনীতিবিদ।

এদিকে ২০১৯-২০ অর্থবছরে দেশটির বাজেট ঘাটতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১১৪ দশমিক ৮ শতাংশ। এ লক্ষ্যমাত্রা চলতি বছরের এপ্রিল-নভেম্বরেই অতিক্রান্ত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে শুক্রবার প্রকাশিত দেশটির হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) প্রতিবেদনে।

বিশ্বের অন্যতম দ্রুত সম্প্রসারণশীল অর্থনীতিটির প্রধান আট অবকাঠামো খাতের পাঁচটির উৎপাদন নভেম্বরে কমেছে বলে উল্লেখ করা হয়েছে শিল্প বিভাগের পরিসংখ্যানে। এ সময় সিমেন্ট খাতের উৎপাদন বেড়েছে ৪ দশমিক ১ শতাংশ। গত বর্ষা মৌসুমে খাতটির উৎপাদন হ্রাস পেয়েছিল। একই সময়ে পরিশোধন পণ্যের উৎপাদন বেড়েছে ৩ দশমিক ১ শতাংশ।

বণিক বার্তা