চলতি বছর জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধি মাঝারি গোছের কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জাপান সেন্টার ফর ইকোনমিক রিসার্চ (জেসিইআর)। ভোগ কর বৃদ্ধিসহ বৈশ্বিক অর্থনীতি মন্থর থাকায় দেশটির ভোগ ব্যয় ও রফতানি কমায় প্রবৃদ্ধি হ্রাসের এ পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।

এপ্রিলে শুরু হতে যাওয়া ২০২০ অর্থবছরে দেশটির প্রকৃত মোট দেশজ উৎপাদন (জিডিপি) দশমিক ৪৯ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস করেছেন জেসিইআরের ৩৫ অর্থনীতিবিদের সংখ্যাগরিষ্ঠ অংশ।

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিটির প্রবৃদ্ধি ২০২০ অর্থবছরে ছয় বছরের দ্বিতীয় শ্লথ অবস্থার মুখোমুখি হতে পারে। এদিকে ২০১৯ অর্থবছরে এ অর্থনীতি বেড়েছিল দশমিক ৮৭ শতাংশ, যা গত তিন বছরের সর্বোচ্চ।

অন্যদিকে আসন্ন নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত হলে জাপানের প্রবৃদ্ধি পূর্বাভাসের তুলনায় বেশি খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ট্রাম্প অর্থনীতির ক্ষেত্রে সংরক্ষণবাদী ‘আমেরিকা ফার্স্ট’ নীতি জোরদার করলে জাপানের প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় বেশি কমতে পারে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে।

এদিকে শ্লথ অবস্থা থেকে অর্থনীতি চাঙ্গা করতে হলে কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব কমাতে হবে বা আন্তর্জাতিক বাজারে দেশটির পণ্যের চাহিদা ঘুরে দাঁড়ানোর বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা হাজির করা প্রয়োজন বলে জানিয়েছেন দাইওয়া গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ শানসুকে কোবায়াশি।

বণিক বার্তা