গত বছরের তৃতীয় প্রান্তিক শেষে জিডিপির অনুপাতে ইউরো অঞ্চলে সাধারণ সরকারি ঋণের হার কমে দাঁড়িয়েছে ৮৬ দশমিক ১ শতাংশে। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু।

ইউরোস্ট্যাট জানায়, গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ইউরো অঞ্চলে জিডিপির অনুপাতে সরকারি ঋণের হার ছিল ৮৬ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে ২০১৮ সালের তৃতীয় প্রান্তিকে এ হার ছিল ৮৭ দশমিক ১ শতাংশ।

দেশগুলোর মধ্যে গ্রিসের সরকারি ঋণের পরিমাণ সবচেয়ে বেশি। দেশটিতে জিডিপির তুলনায় সরকারি ঋণের হার ১৭৮ দশমিক ২ শতাংশ, ঋণের পরিমাণ ৩৭ হাজার ১২০ কোটি ডলার। এর পর রয়েছে ইতালি (১৩৭ দশমিক ৩ শতাংশ), পর্তুগাল (১২০ দশমিক ৫ শতাংশ), বেলজিয়াম (১০২ দশমিক ৩ শতাংশ) ও ফ্রান্স (১০০ দশমিক ৫ শতাংশ)।

জিডিপির অনুপাতে সরকারি ঋণ কম রয়েছে এস্তোনিয়ায় (৯ দশমিক ২ শতাংশ), লুক্সেমবুর্গে (২০ দশমিক ২ শতাংশ) ও বুলগেরিয়ায় (২০ দশমিক ৬ শতাংশ)।

বণিক বার্তা