গত বছরের ডিসেম্বরের নির্বাচন-পরবর্তী সময়ে ব্রিটেনের ব্যবসায়িক আস্থা বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে সাম্প্রতিক ‘কি সার্ভের’ সমীক্ষায়। এ পরিস্থিতিতে সার্বিকভাবে উপকৃত হলেও দেশটির অর্থনীতি দীর্ঘমেয়াদে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কম বলে মনে করেন কোনো কোনো অর্থনীতিবিদ। এদিকে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্যাংক অব ইংল্যান্ডের (বিওই) মুদ্রানীতি কমিটির (এমপিসি) বৈঠক রয়েছে। বৈঠকে সুদহার নিয়ে সিদ্ধান্ত হবে যা নানা কারণে গুরুত্বপূর্ণ। সুদহার কমানো নিয়ে এমপিসির সদস্যরা গত কয়েক বছরের মধ্যে এবার গুরুতর জটিলতায় পড়তে যাচ্ছেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর ফিন্যান্সিয়্যাল টাইমস।

এদিকে বাণিজ্যিক কার্যক্রম নিয়ে ‘কি সার্ভের’ সমীক্ষায় দেশটির আইএইচএস মার্কিটের পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) চলতি মাসে ৫২ দশমিক ৪ পয়েন্টে উন্নীত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ডিসেম্বরে তা ছিল ৪৯ দশমিক ৩ পয়েন্ট। প্রসঙ্গত, পিএমআই ৫০ পয়েন্টের ওপরে বা নিচে থাকলে সংশ্লিষ্ট দেশটির বেসরকারি খাত যথাক্রমে সম্প্রসারিত বা সংকোচিত হয়েছে বলে ধরা হয়।

পিএমআই বাড়ার অর্থ হলো, দেশটির কোম্পানিগুলোর কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। সেবা খাতের চাঙ্গা ভাব ও দীর্ঘ শ্লথাবস্থার পর ম্যানুফ্যাকচারিং খাতের স্থিতিশীলতার কারণে জানুয়ারিতে দেশটির বেসরকারি খাত ঘুরে দাঁড়িয়েছে। সম্প্রতি দেশটির আরো যেসব খাত সম্প্রসারিত হয়েছে সেগুলোর মধ্যে আবাসন বাজার ও গাড়ি বিক্রি অন্যতম। ডিসেম্বরে খাত দুটিতে চাঙ্গা ভাব দেখা গেছে। এর অর্থ হলো, ভোক্তারা হাত খুলে অর্থ ব্যয় করতে ভয় পাচ্ছেন না।

বণিক বার্তা