চীনে প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধ লড়াইয়ে সহায়তা করছে এমন সংস্থা কিংবা প্রতিষ্ঠানকে আর্থিক ও ঋণ সহায়তার ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। গত শনিবার দ্য পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি) জানায়, করোনাভাইরাসের কারণে দেশটির অর্থনীতি এখন নিম্নমুখী। এ অবস্থায় সরকার গুরুত্বপূর্ণ এন্টারপ্রাইজগুলো ে সহায়তার সিদ্ধান্ত নিয়েছে, যাতে তারা হাসপাতাল ও মেডিকেল সংস্থাগুলোকে পর্যাপ্ত ঋণ সরবরাহ করতে পারে। খবর এএফপি।

পিবিওসি জানায়, উন্মুক্ত বাজার অপারেশনের মতো বিভিন্ন পলিসি টুল ব্যবহার করে ব্যাংকটি পর্যাপ্ত ও যুক্তিসংগত তারল্য বজায় রাখবে। এর উদ্দেশ্য হলো, আর্থিক বাজারে পর্যাপ্ত পরিমাণ অর্থ সরবরাহ নিশ্চিত করা। তবে ভাইরাসের কারণে যেসব অঞ্চল ও শিল্প খাত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব অঞ্চল ও শিল্প খাতে এ আর্থিক সুবিধা প্রদানের ক্ষেত্রে তুলনামূলক পার্থক্য থাকবে। এছাড়া পাইকারি, খুচরা ও ক্ষুদ্র ব্যবসা খাতের কাছ থেকে ঢালাওভাবে ঋণ কর্তন না করতে আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে উৎপাদন খাতেও আরো ভালো ঋণ সুবিধা দেয়া হবে বলে বিবৃতিতে জানানো হয়। এছাড়া ছোট ও ক্ষুদ্র ব্যবসা উদ্যোগগুলোর জন্য আরো সহায়তা বৃদ্ধি অব্যাহত রাখার জন্য বলা হয় আর্থিক প্রতিষ্ঠানগুলোকে

এছাড়া ভাইরাসের সংক্রমণের কারণে ক্ষতির মুখে পড়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে পরিস্থিতি সামলে ওঠার জন্য ঋণের সুদের হার কমাবে চীনের কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটি ক্রেডিট ও মধ্য-দীর্ঘমেয়াদি ঋণ বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি ঋণ পরিশোধের ক্ষেত্রে প্রয়োজনে প্রচলিত বিধি নমনীয় করার জন্য বলা হয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিশেষ করে যারা ভাইরাসজনিত মহামারীর কারণে সাময়িকভাবে আয়ের উৎসব হারিয়েছে, তাদের প্রদেয় ক্রেডিট লোনের ক্ষেত্রে পরিশোধ পদ্ধতি নমনীয় করা হবে।

বণিক বার্তা