স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ফ্যাক্টর অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রভাব রাখার শঙ্কা সত্ত্বেও সুদহার রেকর্ড সর্বনিম্ন শূন্য দশমিক ৭৫ শতাংশ বহাল রাখছে রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া (আরবিএ)। মঙ্গলবার এ ঘোষণা দেয় অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংকটি। খবর সিনহুয়া ও ব্লুমবার্গ।

২০২০ সালের আরবিএর প্রথম পলিসি মিটিংয়ে সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করেন গভর্নর ফিলিপ লোয়ি। গত বছরের শেষ দুই মাসে বেকারত্ব হার কমায় দাবানলের প্রভাব ও চলমান করোনাভাইরাস আতঙ্ক সত্ত্বেও এ সিদ্ধান্ত নিতে পেরেছে অস্ট্রেলিয়া।

সিদ্ধান্ত ঘোষণা করে দেয়া এক বিবৃতিতে লোয়ি বলেন, বর্তমানে চীনের অর্থনীতির ওপর লক্ষণীয় প্রভাব রাখছে ভাইরাসটি। তবে তার দীর্ঘমেয়াদি প্রভাব কেমন হবে, এখনি তা বলা যাচ্ছে না।

আরবিএর সিদ্ধান্তে অস্ট্রেলিয়ান ডলারের মান বেড়েছে। সিদ্ধান্তের পূর্বে ১ অস্ট্রেলীয় ডলারের বিপরীতে মার্কিন ডলারের মান ছিল ৬৬ দশমিক ৮৬ সেন্ট, সেখানে পরবর্তী সময় তা বেড়ে ৬৭ দশমিক ২২ সেন্টে দাঁড়িয়েছে।

চলতি বছরের ২ দশমিক ৭৫ শতাংশ প্রবৃদ্ধি পূর্বাভাস বহাল রেখেছে আরবিএ। ২০২১ সালে ৩ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা করছে প্রশান্ত মহাসাগরীয় দেশটি।

বণিক বার্তা