নভেল করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট রোগ কভিড-১৯ আক্রান্ত কর্মী শনাক্ত হওয়ায় দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিম অঞ্চলের শহর গুমিতে একটি মোবাইল ডিভাইস উৎপাদন কারখানা বন্ধ ঘোষণা করেছে স্যামসাং। গত শনিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ওই কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়। খবর রয়টার্স।

বিবৃতিতে বিশ্বের বৃহৎ স্মার্টফোন নির্মাতা স্যামসাংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গুমিতে অবস্থিত কারখানায় কভিড-১৯ আক্রান্ত একজন কর্মী শনাক্ত হয়েছে। ওই কর্মী কারখানার যে ফ্লোরে কাজ করতেন, তাত্ক্ষণিকভাবে তা বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল সকাল পর্যন্ত কারখানাটির কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তের কথা বলা হলেও তা আরো দীর্ঘ হতে পারে। যেসব কর্মী কভিড-১৯ আক্রান্ত কর্মীর সংস্পর্শে এসেছিলেন, তাদের নিজেদের কোয়ারান্টাইন করে রাখার পরামর্শ দিয়েছে স্যামসাং। একই সঙ্গে তারাও আক্রান্ত কিনা, তা নিশ্চিত হতে প্রয়োজনীয় পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছে।

চীন থেকে মোবাইল ডিভাইস উৎপাদন কার্যক্রম শতভাগ স্থানান্তর করেছে স্যামসাং। দেশটিতে নিজেদের সর্বশেষ স্মার্টফোন উৎপাদন কারখানার কার্যক্রম গত বছর বন্ধ ঘোষণা করা হয়েছিল। এখন স্যামসাংয়ের সিংহভাগ স্মার্টফোন উৎপাদিত হচ্ছে ভারত ও ভিয়েতনামে স্থাপিত নিজস্ব কারখানায়। স্যামসাং মোট যতসংখ্যক স্মার্টফোন উৎপাদন করে, তাতে গুমির কারখানার অবদান খুবই সামান্য। মূলত স্থানীয় বাজারের চাহিদা মেটাতে গুমির কারখানায় হাই-এন্ড ফোন উৎপাদন করে আসছে স্যামসাং। গুমি দক্ষিণ কোরিয়ার দেইগু নামের শহরের কাছাকাছি। বলা হচ্ছে, দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত যতসংখ্যক মানুষ কভিড-১৯ আক্রান্ত হয়েছে, তার বেশির ভাগই দেইগুর একটি চার্চের আশপাশের এলাকার।

বিবৃতিতে গত শনিবার দক্ষিণ কোরিয়া সরকার জানায়, দেশটিতে করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট রোগ কভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৩৩ জনে পৌঁছেছে।

মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল গত সপ্তাহে জানায়, চীনে নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় আইফোন উৎপাদন ব্যাহত হচ্ছে। যে কারণে চলতি প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৬ হাজার ৭০০ কোটি ডলার রাজস্ব আয়ের যে পূর্বাভাস দেয়া হয়েছিল, তা পূরণ সম্ভব হবে না বলে সতর্ক করা হয়।

বণিক বার্তা