ম্যাক কম্পিউটারের জন্য ‘হোম-মেড প্রসেসর’ তৈরির কাজ করছে অ্যাপল। কিন্তু ২০২১ সালের আগে তৈরি হবে না ওই প্রসেসরগুলো। বর্তমানে ম্যাক কম্পিউটারে ইনটেল চিপ ব্যবহার করা হয়।

অ্যাপল অবশ্য ২০২১ সালের প্রথমার্ধে যে ম্যাক কম্পিউটারগুলো আনবে সেগুলোতেই ওই প্রসেসর দেওয়ার কথা ভেবে রেখেছে। অন্তত তেমনটাই দাবি করেছেন অ্যাপল পণ্য বিশ্লেষক মিং চি কুয়ো। - ম্যাকরিউমার্সের বরাত দিয়ে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।

ইনটেল চিপের পরিবর্তে অ্যাপলের ‘হোম-মেড প্রসেসর’ ব্যবহার করা হলে আইফোন ও অ্যাইপ্যাডের সঙ্গে মিলে আরও ভালোভাবে কাজ করতে পারবে ম্যাক কম্পিউটার। - উল্লেখ করা হয়েছে ম্যাকরিউমারসের প্রতিবেদনে। “আমরা আশা করছি, ১২ থেকে ১৮ মাসের মধ্যে অ্যাপলের নতুন পণ্যে চলে আসবে ৫এনএম প্রযুক্তিতে তৈরি প্রসেসর।” – বলেছেন কুয়ো।

একএকটি প্রসেসরে থাকে লাখ লাখ ট্রানজিস্টর। ওই ট্রানজিস্টর যতো ছোট করা যায়, প্রসেসরের আকারও ততো কমিয়ে আনা সম্ভব হয়। ৫ ন্যানোমিটার আকারের ট্রানজিস্টর ব্যবহারের কারণেই ওই প্রযুক্তিকে ৫এনএম নামে ডাকা হচ্ছে।

কুয়ো আরও বলেছেন, “দেখা মিলবে নিজস্ব ডিজাইনের নতুন ২এইচ২০ ৫জি আইফোনের, মিনি এলইডিসহ নতুন ২এইচ২০ আইপ্যাডের এবং নতুন ১এইচ২১ ম্যাকের। আইফোনে ৫জি সমর্থন, আইপ্যাডের অভিনব মধ্য-প্যানেল প্রযুক্তি গ্রহণ, এবং ম্যাকের নিজস্ব ডিজাইনের প্রসেসরে প্রথম ম্যাক কম্পিউটারের সবগুলোই অ্যাপলের জটিল পণ্য ও প্রযুক্তি কৌশল।”


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম