বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি অব্যাহত থাকলে চলতি প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) নিট আয় পূর্বাভাসের চেয়ে ২-৩ শতাংশ কম হবে বলে জানিয়েছে মাস্টারকার্ড ইনকরপোরেশন। এরই মধ্যে প্রতিষ্ঠানটির বর্ধিত বাণিজ্যের শেয়ারদরের পতন হয়েছে ৩ শতাংশ।

ভাইরাসের কারণে পর্যটন ও ই-কমার্স কার্যক্রম কমে যাওয়ায় চলতি প্রান্তিকে ৯-১০ শতাংশ আয় প্রবৃদ্ধির আশা করছে মাস্টারকার্ড। তবে ভাইরাসের প্রভাব শুধু এ প্রান্তিকে সীমাবদ্ধ থাকলে ২০২০ সালে বছরওয়ারি নিট আয় প্রবৃদ্ধি ১৩ শতাংশ হতে পারে জানিয়েছে ক্রেডিট কার্ড ইস্যুকারী কোম্পানিটি। এর আগে কোম্পানিটি চলতি বছরের নিট আয়ের প্রবৃদ্ধি ১৫ শতাংশের নিচে হবে বলে পূর্বাভাস দিয়েছিল। একই সঙ্গে চলতি প্রান্তিকের জন্য এ প্রবৃদ্ধি পূর্বাভাস ছিল ১০-১২ শতাংশের মতো।

এক বিবৃতিতে মাস্টারকার্ড কর্তৃপক্ষ জানায়, সংকটজনক পরিস্থিতির মধ্যেও তাদের ব্যবসা মূলনীতি এখনো আগের মতোই শক্তিশালী। যদিও আন্তঃসীমান্ত ভ্রমণ ও ব্যবসায় পতনের কারণে কোম্পানিটির আয়ে নেতিবাচক প্রভাব ফেলছে।

উল্লেখ্য, চীনের মূল ভূখণ্ডে মাস্টারকার্ডের সরাসরি পেমেন্ট ব্যবসা নেই। তবে চীনা পেমেন্ট ব্যবসাপ্রতিষ্ঠান টেনসেন্ট ও অ্যান্ট ফিন্যান্সিয়ালের সঙ্গে কোম্পানিটির অংশীদারিত্ব রয়েছে। এর মধ্য দিয়ে অন্য দেশে চীনা নাগরিকদের পেমেন্ট সুবিধা দিয়ে থাকে মাস্টারকার্ড।

বণিক বার্তা