চলতি বছরের জন্য সিঙ্গাপুরের প্রবৃদ্ধি পূর্বাভাস অর্ধেকের বেশি কমিয়েছেন অর্থনীতিবিদরা। প্রথম প্রান্তিকের দ্বীপরাষ্ট্রটির প্রবৃদ্ধিতে তীব্র সংকোচন দেখা যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা। গতকাল সিঙ্গাপুরের কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত এক মতামত জরিপ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মূলত নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেশটির বাণিজ্যনির্ভর অর্থনীতিকে বড় ধাক্কা দিয়েছে। খবর রয়টার্স।

২১ জন অর্থনীতিবিদের মতামত নিয়ে জরিপটি পরিচালনা করেছে মনিটারি অথরিটি অব সিঙ্গাপুর (এমএএস)। জরিপে অংশগ্রহণকারী অর্থনীতিবিদদের গড় পূর্বাভাস অনুসারে, চলতি বছরের প্রথম প্রান্তিকে সিঙ্গাপুরের বছরওয়ারি জিডিপি প্রবৃদ্ধি দশমিক ৮ শতাংশ সংকুচিত হবে। একই সঙ্গে চলতি বছর দেশটির অর্থনীতি মাত্র দশমিক ৬ শতাংশ সম্প্রসারিত হবে বলে পূর্বাভাস করেছেন তারা।

এর আগে গত বছরের ডিসেম্বরে এমএএসের সর্বশেষ জরিপে অর্থনীতিবিদরা ২০২০ সালে সিঙ্গাপুরের প্রবৃদ্ধি ১ দশমিক ৫ শতাংশ হবে বলে পূর্বাভাস করেছিলেন।

এদিকে চলতি বছরের জন্য ঋণাত্মক ৫ শতাংশ থেকে ১ দশমিক ৫ শতাংশ পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস করেছে সিঙ্গাপুর সরকার। এছাড়া ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মন্দার সম্ভাবনার কথাও জানিয়েছে।

গত বছর এক দশকের সর্বনিম্ন, দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধির দেখা পায় দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বাণিজ্য কেন্দ্রটি। কিন্তু জানুয়ারির শেষ দিকে নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আগে সিঙ্গাপুরের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছিল। উল্লেখ্য, এখন পর্যন্ত দেশটিতে ১৬৬ জন সংক্রমণের কথা জানা গেছে।

গত বছরের অক্টোবরে অর্ধবার্ষিক বৈঠকে তিন বছরের মধ্যে প্রথমবার মুদ্রানীতি শিথিল করেছিল এমএএস। চলতি বছর মধ্য এপ্রিলে কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী বিবৃতি প্রকাশের কথা রয়েছে। সে সময় প্রথম প্রান্তিকের সরকারি প্রতিবেদনও প্রকাশ করা হবে।

বণিক বার্তা