বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস সংক্রমিত হয়ে সৃষ্ট রোগ কভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়ছে। এরই মধ্যে বৈশ্বিক প্রযুক্তি জায়ান্টগুলোর অনেক কভিড-১৯ আক্রান্ত কর্মী শনাক্ত হয়েছে। অনেককে কোয়ারান্টাইনে পাঠানো হচ্ছে। এ পরিস্থিতিতে কর্মীদের অসুস্থতাজনিত পেইড ছুটি বাড়িয়েছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। খবর রয়টার্স।

বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসের ভয়াবহতা বিবেচনায় নিয়ে অনেক প্রযুক্তি জায়ান্ট কর্মীদের বাড়িতে থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। অ্যামাজনের পক্ষ থেকেও বিভিন্ন দেশে তাদের কর্মীদের করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। যেসব কর্মী কভিড-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন কিংবা কোয়ারান্টাইনে রয়েছেন, তাদের জন্য পেইড ছুটি বাড়ানোর ঘোষণা দিয়েছে অ্যামাজন।

বিবৃতিতে ই-কমার্স জায়ান্টটি জানায়, তারা ২ কোটি ৫০ লাখ ডলারের একটি তহবিল গঠন করেছে, যা করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত স্বতন্ত্র চালক, মৌসুমী কর্মচারী ও অন্যদের অসুস্থকালীন সহায়তার জন্য ব্যয় করা হবে।

এক অনলাইন পোস্টে অ্যামাজন জানায়, যেসব কর্মীর শরীরে কভিড-১৯ শনাক্ত হবে এবং যাদের কোয়ারান্টাইনে পাঠানো হবে, তারা দুই সপ্তাহের পেইড ছুটি পাবেন। এছাড়া ভাইরাস আক্রান্তদের সুস্থ হয়ে কাজে ফেরার সময়ের জন্য বেতন হারানোর ঝুঁকি নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বণিক বার্তা