এক দশক আগেই মাইক্রোসফটের দৈনন্দিনের কাজের সঙ্গে সম্পৃক্ততা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। এবার নিজ হাতে গড়া প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ছেড়ে সাড়ে চার দশকের সম্পর্কের ইতি টানলেন বিল গেটস। আপাতত মানবকল্যাণে স্ত্রীকে নিয়ে তৈরি করা আরেক প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কাজে মনোযোগ দিতে চান তিনি। দাতব্য সংগঠনটির কাজ আরো এগিয়ে নিতে চান। গত শুক্রবার মাইক্রোসফটের পক্ষ থেকে বিল গেটসের পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের ঘোষণা দেয়া হয়। খবর এএফপি।

১৯৭৫ সালে বিল গেটসের হাত ধরে মাইক্রোসফটের পথচলা শুরু, যা এখন বিশ্বের বৃহৎ সফটওয়্যার কোম্পানি। মাইক্রোসফটের কল্যাণে বিশ্বের শীর্ষ ধনীর আসনেও একাধিকবার বসেছেন বিল গেটস। ৬৫ বছর বয়সী বিল গেটস মানবহিতৈষী হিসেবেও গোটা বিশ্বে পরিচিত নাম। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে দাতব্য কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। তবে মাইক্রোসফটের পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ালেও প্রতিষ্ঠানটির উন্নয়নে প্রযুক্তিগত পরামর্শ দেবেন তিনি।

২০১৪ সাল পর্যন্ত মাইক্রোসফটের পরিচালনা পর্ষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন বিল গেটস। এখন তিনি প্রতিষ্ঠানটির সঙ্গে সব ধরনের আনুষ্ঠানিক সম্পৃক্ততার ইতি টানলেন। বৈশ্বিক স্বাস্থ্য ও উন্নয়ন, শিক্ষা ও জলবায়ু পরিবর্তনের সমস্যা সমাধানের বিষয়ে বেশি গুরুত্ব দেবেন তিনি।

কম্পিউটার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিল গেটসের অবদান বিশ্বজুড়ে সমাদৃত। বিভিন্ন উত্থান-পতনের মধ্য দিয়ে গিয়েও টানা সাড়ে চার দশকের অক্লান্ত পরিশ্রমে কম্পিউটার প্রযুক্তিকে সাধারণ মানুষের হাতের মুঠোয় পৌঁছাতে পেরেছেন তিনি। মাইক্রোসফটের হাত ধরেই পার্সোনাল কম্পিউটার ঘরে ঘরে পৌঁছেছে। ২০০০ সাল পর্যন্ত বিল গেটস নিজেই মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পালন করেন। এরপর দায়িত্ব ছেড়ে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সদস্য হিসেবে কাজ করে আসছিলেন। মাত্র ৩১ বছর বয়সে তিনি নিজের চেষ্টায় বিলিয়নেয়ারের তালিকায় নিজের নাম লেখান। ২০১৪ সালে ভারতীয় বংশোদ্ভূত সত্য নাদেলা বসেন মাইক্রোসফটের সিইও পদে।

মাইক্রোসফটে থাকাকালে ২০০৪ সালে মানবকল্যাণমূলক কাজের উদ্দেশ্যে স্ত্রীর সঙ্গে গড়ে তোলেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। তিনি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের মধ্যে এ ধরনের কাজে অগ্রসর হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আপাতত সে কাজেই মন দেবেন বলে জানিয়েছেন বিল গেটস।

বণিক বার্তা