বৃহত্তর চীন ব্যতীত বিশ্বজুড়ে সব খুচরা বিক্রয়কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল ইনকরপোরেশন। উৎপত্তিস্থল চীনে নভেল করোনাভাইরাস সংক্রমিত হয়ে সৃষ্ট রোগ কভিড-১৯ আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। তবে ভাইরাসটির সংক্রমণ এখন ইউরোপে ভয়াবহ রূপ ধারণ করেছে। এ পরিস্থিতিতে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে অন্তত দুই সপ্তাহের জন্য বিশ্বজুড়ে পরিচালিত নিজেদের খুচরা বিক্রয়কেন্দ্রগুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

অ্যাপলের ওয়েবসাইটে পোস্ট করা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুকের লেখা চিঠিতে বলা হয়েছে, বৃহত্তর চীন ব্যতীত বিশ্বজুড়ে পরিচালিত প্রতিষ্ঠানটির সব খুচরা বিক্রয়কেন্দ্র ২৭ মার্চ পর্যন্ত বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন করে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতেই এ সিদ্ধান্ত।


তিনি বলেন, অ্যাপলের সব কার্যালয়ে নভেল করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। অ্যাপল কার্যালয়ে কাজের ধরনে নীতিগত পরিবর্তন আনা হয়েছে। আমরা বিশ্বজুড়ে থাকা অ্যাপল কর্মীদের স্বাস্থ্যনিরাপত্ ার বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এ কারণে কর্মীদের বাড়িতে থেকে কাজ করার পরামর্শ দেয়া হয়েছে।

বৃহত্তর চীনের উহান প্রদেশে প্রথম নভেল করোনাভাইস শনাক্ত হয়। এরপর ভাইরাসটি দ্রুত বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়ে। বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমিত হয়ে সৃষ্ট রোগ কভিড-১৯ আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। ভাইরাসটিতে চীনে নতুন সংক্রমণের হার কমলেও এখন ইউরোপজুড়ে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে, ইতালিতে ভয়াবহ রূপে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস সংক্রমণ।

টিম কুক কর্মীদের উদ্দেশে লেখা চিঠিতে বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব নির্দিষ্ট কোনো দেশ বা অঞ্চলের জন্য নয়, বিশ্ববাসীর জন্য হুমকি হয়ে উঠেছে। এরই মধ্যে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে সৃষ্ট রোগ কভিড-১৯ আক্রান্তদের সহায়তায় দেড় কোটি ডলার আর্থিক অনুদান দিয়েছি।

বণিক বার্তা