নভেল করোনাভাইরাস মহামারীর সময়ে কর্মীদেরকে সমর্থনে প্রতিষ্ঠানের ৪৫ হাজার কর্মীর প্রত্যেককে এক হাজার মার্কিন ডলার বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে সামাজিক মাধ্যম জায়ান্ট ফেইসবুক।

প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নথিতে ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ বলেন, ছয় মাসের পর্যালোচনায় প্রত্যেক কর্মী অন্তত তাদের পুরো বোনাস পাবেন-- খবর আইএএনএস-এর।

এক টুইট বার্তায় সাংবাদিক অ্যালেক্স হেলথ বলেন, “আমাকে বলা হয়েছে ফেইসবুক আগে কখনোই এমনটা করেনি, সব কর্মীকে অন্তত তাদের পুরো সাধারণ বোনাস দেওয়া, তাদের ১৬ বছরের ইতিহাসে এমনটা হয়নি।”

ফেইসবুকের পূর্ণকালীন কিছু কর্মী তৃতীয় পক্ষের ঠিকাদারদের কিছু কাজ নিজেরা বুঝে নিয়েছেন, যাতে ঐ ঠিকাদাররা বাড়িতে থাকতে পারেন।


ইতোমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটল এবং বেই এরিয়ার কর্মীদেরকে বাসা থেকে কাজ করতে বলেছে সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি।

৩০টির বেশি দেশের ৩০ হাজার ক্ষুদ্র ব্যবসার সমর্থনে ১০ কোটি মার্কিন ডলারের নগদ অনুদান এবং ক্রেডিট দেওয়ারও ঘোষণা দিয়েছে ফেইসবুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম