নভেল করোনাভাইরাসের ঝাঁকুনি মোকাবেলা করে ঘুরে দাঁড়িয়েছে চীন। এতে দেশটির অর্থনীতি আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করলেও এখনো যথেষ্ট ঝুঁকি রয়ে গেছে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মকর্তারা। গত শুক্রবার এ বৈশ্বিক মহামারীর অর্থনৈতিক প্রভাব নিয়ে এক ব্লগপোস্টে তারা এ আশঙ্কার কথা জানান। খবর রয়টার্স।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে নভেল করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়। বিশ্বজুড়ে এ ভাইরাসে এ পর্যন্ত আড়াই লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১০ হাজারের বেশি মানুষের। সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেয়ার মতো নানা কঠোর পদক্ষেপের মাধ্যমে এরই মধ্যে এ ভাইরাসের অভ্যন্তরীণ বিস্তার নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে চীন। তবে এতে অর্থনীতি স্থবির হয়ে পড়ায় দেশটিকে চরম মূল্য দিতে হতে পারে।

আইএমএফ জানিয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনে লক্ষণীয় মাত্রার অর্থনৈতিক মন্থরতা দেখা যেতে পারে, যার গভীর আঁচড় পড়তে পারে বছরজুড়ে। তবে চীনের প্রতিক্রিয়ায় এটাই প্রতীয়মান হয়েছে যে, কঠোর অর্থনৈতিক ত্যাগ সত্ত্বেও সঠিক নীতিনির্ধারণ মহামারী মোকাবেলা এবং ক্ষতি কমাতে পার্থক্য গড়ে দিতে পারে।


বণিক বার্তা