পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় মার্জিনে ব্যাংকগুলোর সুদহার কর্তন করেছে চীনের কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে অর্থ ব্যবস্থায় ৭০০ কোটি ডলার (৫ হাজার কোটি ইউয়ান) সঞ্চালন করেছে। নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রভাব থেকে নিজেদের অর্থনীতিকে সহায়তা করার লক্ষ্যে এ পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি। খবর এএফপি।

চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না (পিওবিসি) গতকাল ৭০০ কোটি ডলারের রিভার্স রিপারচেজ কার্যক্রম চালু করার কথা জানিয়েছে। একই সঙ্গে সাতদিনের রিভার্স রিপারচেজ রেট (রেপো রেট) ২ দশমিক ৪০ থেকে কমিয়ে ২ দশমিক ২০ শতাংশ করেছে।

ক্যাপিটাল ইকোনমিকসের চীন-বিষয়ক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জুলিয়ান ইভান্স-প্রিচারড বলেন, ২০১৫ সালের পর এটি সবচেয়ে বড় মার্জিনে রেপো রেট কর্তন ও সাতদিন মেয়াদি রেপো রেটের সর্বনিম্ন হার। তিনি আরো বলেন, ব্যাংকিং ব্যবস্থা আরআরআর (রিভার্স রিকোয়ারমেন্ট রেশিও) কর্তন থেকে আসা তারল্য শোষণ করে নিলেও নিম্ন সুদে তহবিল সরবরাহের মাধ্যমে পিওবিসি বাজারে আন্তঃব্যাংক সুদহার নিচের দিকে রাখতে সক্ষম হবে।

এদিকে গত বছরের শেষ দিকে চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণে বিশ্বব্যাপী প্রায় ৪০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। মহামারীটির কারণে এরই মধ্যে বৈশ্বিক ব্যবসা ও ভোক্তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সারা বিশ্বে নভেল করোনাভাইরাসের বিস্তার রফতানিনির্ভর চীনের দ্রুত পুনরুদ্ধারকেও ব্যাহত করছে।

চীনের কেন্দ্রীয় ব্যাংক এমন একটি সময় এ পদক্ষেপ নিল, যখন বিভিন্ন দেশের সরকার ও কেন্দ্রীয় ব্যাংকগুলো মুদ্রানীতি শিথিল করছে এবং মহামারীর অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় প্রায় ৫ ট্রিলিয়ন ডলারের প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছে। এরই মধ্যে মহামারীর কারণে বিশ্ব অর্থনীতি তীব্র মন্দায় পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বণিক বার্তা