করোনা ভাইরাসের কারণে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকার 1 কোটি 10 লাখ মানুষ দারিদ্র হয়ে পড়বে। বিশ্ব ব্যাংক এই হিসেব দিয়ে বলছে মূলত নিম্ন আয়ের এবং অপ্রাতিষ্ঠানিক খাতের মানুষেরা এমন ঝুঁকিতে পড়বে বেশি। সংস্থাটি বলছে একই সাথে এই অঞ্চলে কমবে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও। নেমে আসবে 1.3 ভাগে। গত সোমবার বিশ্বব্যাংকের ইকোনমিক হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাণিজ্য পর্যটন এবং কৃষি পণ্য রপ্তানি নির্ভর দেশগুলো। করোনা ভাইরাসের কারণে এবছর চীনের প্রবৃদ্ধি হতে পারে সর্বোচ্চ 2.3% এবং সর্বনিম্ন 0.1 শতাংশ।