ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির টেলিযোগাযোগ কোম্পানি রিলায়েন্স জিও ইনফোকমের প্রায় ১০ শতাংশ মালিকানা কিনছে সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। এ অধিগ্রহণ চুক্তির মূল্য ৫৭০ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪৩ হাজার ৫৭৪ কোটি রুপি। গতকাল মার্ক জাকারবার্গ নিয়ন্ত্রিত ফেসবুকের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে। ফেসবুকের দাবি, বিশ্বজুড়ে নিজেদের গ্রাহক সংখ্যা বৃদ্ধি করতেই জিওর সঙ্গে তাদের এ জোটবদ্ধ হওয়া। খবর হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি।

রিলায়েন্স জিওর পৃথক বিবৃতিতে বলা হয়, জিও প্লাটফর্মে বিনিয়োগ করতে চলেছে ফেসবুক। তাদের ৯ দশমিক ৯৯ শতাংশ মালিকানা কিনছে মার্কিন প্রতিষ্ঠানটি। ফেসবুকের এ চুক্তির ভিত্তিতে জিওর ডিজিটাল প্লাটফর্মের মোট মূল্য দাঁড়ায় ৬ হাজার ৫৯৫ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪ লাখ ৬২ হাজার কোটি রুপি।

বর্তমানে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (আরআইএল) আওতাধীন একটি প্রতিষ্ঠান হলো জিও প্লাটফর্ম। রিলায়েন্সের ডিজিটাল সেবা প্রদান করছে এ প্রতিষ্ঠান। আর এ জিও প্লাটফর্মের আওতাধীন টেলিযোগাযোগ কোম্পানি হলো রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড। ভারতে এ সেলফোন অপারেটরটির গ্রাহক সংখ্যা ৩৮ কোটি ৮০ লাখ ছাড়িয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ঋণের বোঝা কমাতে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন ব্যবসায় বিলগ্নীকরণের চেষ্টা চালাচ্ছে রিলায়েন্স। এরই অংশ হিসেবে ১ হাজার ৫০০ কোটি ডলারে সৌদি তেল শোধন সংস্থা আরামকোর কাছে নিজেদের ২০ শতাংশ মালিকানা বেচে দিতে আলোচনা চালিয়ে যাচ্ছে রিলায়েন্স (পেট্রো)। গুগলের সঙ্গেও একটি পৃথক বিলগ্নীকরণের আলোচনা চলছে। যদিও সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য কোনো পক্ষ প্রকাশ করেনি।

বণিক বার্তা