বৈশ্বিক মহামারী কভিড-১৯ মোকাবেলার অংশ হিসেবে অনেক দেশ ও অঞ্চল লকডাউনে আছে। টানা দীর্ঘদিন লকডাউনে থাকার কারণে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ চাকরি হারিয়েছেন। করোনা-পরবর্তী সময়ে যাদের অনেকের চাকরি ফিরে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এ সময় চাকরি পেতে হলে বিপর্যস্ত অর্থনীতির বাজারে হতে হবে বিশেষভাবে দক্ষ। এমন বেকার হয়ে পড়া কর্মীদের করোনা-পরবর্তী কর্মজীবনে যোগ্য করে তুলতে এগিয়ে এসেছে অনলাইনভিত্তিক শিক্ষাদানকারী প্রযুক্তি প্রতিষ্ঠান কোর্সেরা। আন্তর্জাতিক এ প্রতিষ্ঠান বিশ্বের লাখ লাখ বেকার হয়ে পড়া ঘরবন্দি মানুষকে বিভিন্ন বিষয়ে দক্ষতা উন্নয়নের জন্য বিনা মূল্যে শিক্ষা দিচ্ছে, যা তাদের দক্ষ হিসেবে পরিচিত করতে সহায়তা করবে। খবর সিএনবিসি।

‘ওয়ার্কফোর্স রিকভারি ইনিশিয়েটিভ’ নামে নেয়া এ প্রকল্পের জন্য যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর সরকার এবং পৃথিবীর বিভিন্ন দেশের নেতৃত্বের সঙ্গে জোটবদ্ধ হয়ে কাজ করছে কোর্সেরা। বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয় এবং অ্যামাজন, গুগলের মতো করপোরেট প্রতিষ্ঠানগুলো থেকে বাছাই করা ৩ হাজার ৮০০টি কোর্সের ওপর এ অনলাইন শিক্ষা দিচ্ছে অনলাইন লার্নিং প্লাটফর্মটি।

২০১২ সালে প্রতিষ্ঠিত ক্যালিফোর্নিয়াভি ্তিক প্রতিষ্ঠানটির এমন উদ্যোগ থেকে চাকরিচ্যুত কর্মীরা নিজেদের দক্ষ করে তুলতে পারবেন বলে আশা সংশ্লিষ্টদের। করোনাপরবর্তী চাকরির বাজারের চাহিদা বিবেচনায় নিয়ে এসব কোর্স নির্ধারণ করা হয়েছে। বিনা মূল্যে অনলাইন অ্যাকসেসের মাধ্যমে এসব কোর্স কর্মীদের চাকরির বাজারে আরো বেশি যোগ্য করে তুলতে সহায়ক হবে।

বণিক বার্তা