বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেশনের জন্য চলতি প্রান্তিক (এপ্রিল-জুন) কঠিন হবে বলে মনে করা হচ্ছে। নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) কারণে শ্লথ হয়ে পড়া অর্থনীতিতে গ্রাহকরা এখন গুগলের ব্যয়বহুল পরিষেবা ব্যবহার কমিয়ে দিয়েছেন। আর এ কারণেই বিজ্ঞাপন থেকে গুগলের আয় কমছে। যার প্রভাব পড়বে প্যারেন্ট কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের রাজস্ব ও লভ্যাংশের ওপর। সম্প্রতি প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে এমন সতর্ক বার্তা দেয়া হয়েছে। খবর রয়টার্স।

গত মঙ্গলবার চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে রাজস্ব আয়ের প্রাক্কলন তথ্য প্রকাশ করেছে অ্যালফাবেট। এতে বলা হয়েছে, নভেল করোনাভাইরাসের কারণে বৈশ্বিক অর্থনীতিতে শ্লথগতি থাকলেও এ সময়ে গুগলের বিজ্ঞাপন প্রবৃদ্ধি দুই সংখ্যার ঘরে পৌঁছবে। এমন আর্থিক তথ্য প্রকাশ করার কয়েক ঘণ্টার মধ্যে অ্যালফাবেটের শেয়ারের মূল্য ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ২৮২ ডলারে পৌঁছায়। তবে পরবর্তী সময়ে শেয়ারের মূল্য ৮ শতাংশ কমে গিয়ে দিন শেষ হয়।

খাতসংশ্লিষ্টরা বলছেন, অর্থনীতির ঊর্ধ্বগতি ও গ্রাহকদের মধ্যে ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধির কারণে গত কয়েক বছরে গুগল রেকর্ড পরিমাণ রাজস্ব আয় করতে সক্ষম হয়েছে। তবে কভিড-১৯ এ দুটি প্রবণতায় বড় ধাক্কা দিয়েছে। আর এর ফলে গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বণিক বার্তা