হঠাৎ করেই শুক্রবার (১ মে) ইলেকট্রিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার শেয়ারদরের অভাবনীয় পতন হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের শেয়ারসংক্রান্ত এক টুইটের পর পরই এ পতন দেখা দেয়। এদিকে আরো এক টুইটে নিজের স্থাবর সব সম্পদ বিক্রির ঘোষণা দেন মাস্ক। খবর সিএনএন।

শুক্রবার টুইটারে ইলন মাস্ক লেখেন, টেসলার স্টকমূল্য খুবই বেশি। এ টুইটের পরই শেয়ারবাজারে টেসলার দরপতন শুরু হয়। কোম্পানিটিতে নিজেদের শেয়ার বিক্রি করে দেন বেশ কয়েকজন বিনিয়োগকারী। শেয়ারদর আগের ৭৬০ ডলার থেকে নেমে দাঁড়ায় ৭০০ ডলারেরও নিচে।

এছাড়া আরেক টুইটে টেসলা নিজের সম্পত্তি বিক্রি করার ঘোষণা দেন। তিনি লেখেন, আমার প্রায় সব স্থাবর সম্পত্তি বিক্রি করে দেব। কোনো বাড়ি থাকবে না আমার। এ সিদ্ধান্তে তার বান্ধবী পপ সংগীতশিল্পী গ্রিমস তার ওপর ক্ষেপেছেন বলেও জানান মাস্ক। মূলত শুক্রবার টেসলা ও নিজের সম্পত্তি নিয়ে পরপর বেশ কয়েকটি টুইট করেন এ উদ্যোক্তা। এক টুইটে তিনি যুক্তরাষ্ট্রে লকডাউন তুলে নেয়ার পক্ষেও ইঙ্গিত দেন। মাস্ক লেখেন, এখন মানুষকে তাদের স্বাধীনতা ফিরিয়ে দেয়ার সময় এসেছে।

বণিক বার্তা