কারখানা বন্ধ রাখার স্থানীয় নির্দেশনা মানলেন না মার্কিন বিলিয়নেয়ার উদ্যোক্তা ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রে টেসলার একমাত্র উৎপাদন কারখানা ক্যালিফোর্নিয়ার কার প্লান্টটি তিনি চালু করেছেন।

গতকাল সোমবার টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক টুইটারে কারখানা চালুর কথা নিশ্চিত করেন। তিনি লেখেন, কারখানায় উৎপাদন শুরু হয়েছে এবং প্রোডাকশন লাইনের সবাই কাজে যোগ দিয়েছেন।

অবশ্য যুক্তরষ্ট্রের সবগুলো অঙ্গরাজ্য এবং স্থানীয় সরকারগুলো লকডাউন শিথিল করার উপায় খুঁজছে। স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে ব্যবসা বাণিজ্য শুরু করার ব্যাপারে কৌশল নির্ধারণের চেষ্টা করছেন তারা।

ইলন মাস্ক অবশ্য শুরু থেকেই এভাবে সব অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দেয়ার বিপক্ষে কথা বলে আসছেন। এর আগে তিনি হুমকি দিয়ে বলেন, কারখানা খুলতে অনুমতি না দেয়া হলে তিনি ক্যালিফোর্নিয়া থেকে টেসলার সদরদপ্তর সরিয়ে নিয়ে যাবেন।

বণিক বার্তা