ইউরোপের অর্থনীতির অন্যতম পাওয়ারহাউজ বলা হয় ফ্রান্সকে। কিন্তু নভেল করোনাভাইরাসের প্রকোপে সেই পাওয়ারহাউজের শক্তিমত্তা আজ ম্রিয়মাণ। গত মাসে দেশটিতে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা স্বাভাবিক মাত্রার চেয়ে ২৭ শতাংশ কম ছিল। অবশ্য মার্চের চেয়ে গত মাসে অবস্থা কিছুটা ভালো হয়েছে। খবর সিনহুয়া।

এক বিবৃতিতে ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ‘মাসিক ব্যবসা জরিপ অনুযায়ী, এপ্রিলে অর্থনৈতিক কার্যক্রম উল্লেখজনক হারে কমেছে। তবে মার্চের ৩২ শতাংশের চেয়ে এ হার কিছুটা কম ছিল।’

২৮ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সময়ের মধ্যে সাড়ে আট হাজার ব্যবসায়ী নেতার সাক্ষাত্কারের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, ‘এপ্রিল মাসজুড়ে লকডাউন চলেছে। মার্চে তা ছিল আধা মাস। এই দেড় মাসের লকডাউনে দেশের অর্থনৈতিক কার্যক্রম তলানিতে নেমে এসেছে।

বণিক বার্তা