রোবট ট্রেড মূলত একটি নিদির্ষ্ট স্ট্রেটেজি ফলো করে হয়ে থাকে। এটা একটা অটোমেটিক ট্রেডিং সিস্টেম। মার্কেট যখন রোবটের Build-Up করা কোড এর আওতায় চলে আসে ঠিক তখনই রোবট তার ট্রেডটি ওপেন করে ফেলে। কিন্তু আমরা তো জানি, মার্কেট তার নিজস্ব গতিতে চলে। এই জন্যে অনেক সময় মার্কেটের অস্বাভাবিক কিছু মুভমেন্ট এর ফলে রোবট ট্রেড লস করে থাকে। আসলে বস্তুত রোবট এ লসের পরিমানই বেশি।