নভেল করোনাভাইরাসের ধাক্কায় ফ্রান্স, ইতালি ও জার্মানির পর এবার অর্থনৈতিক মন্দায় পড়ল বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিধর দেশ জাপানও। ২০১৫ সালের পর ফের মন্দায় পতিত হলো দেশটির অর্থনীতি। বিশ্লেষকরা বলছে, পরিস্থিতি অপরিবর্তিত থাকলে এটা খারাপের দিকে যেতে পারে।

চলতি বছরের প্রথম তিনমাসে জাপানের অর্থনীতি সংকুচিত হয়েছে ৩ দশমিক ৪ শতাংশ।

নভেল করোনাভাইরাস গোটা বিশ্বকেই দুমড়ে মুচড়ে দিয়েছে। এ ভাইরাসের কারণে সৃষ্ট মহামারীতে বিশ্ব প্রায় ৮ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার ক্ষতির মুখোমুখি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। করোনাভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে দেশে দেশে চলছে লকডাউন। এতে জনজীবন স্থবির হয়ে পড়ায় অচল হয়ে পড়ে অর্থনীতি, ব্যবসা-বাণিজ্যও। গত সপ্তাহে অর্থনৈতিক মন্দায় পড়ে ইউরোপের অন্যতম ধনী দেশ জার্মানি। এবার তাদের পথে জাপানও।

জাপান সেই অর্থে লকডাউন ঘোষণা না করলেও জরুরি অবস্থা চালু ছিল। ফলে বাণিজ্য নির্ভর দেশটির সরবরাহ চেইন ও ব্যবসায় মারাত্মক প্রভাব পড়ে। এতেই প্রথম তিন মাসে জাপানের জিডিপি ৩ দশমিক ৪ শতাংশ কমে যায়। গত বছরের শেষ তিন মাসে তাদের জিডিপি পড়ে গিয়েছিল ৬ দশমিক ৪ শতাংশ। এবার করোনাভাইরাসের কারণে তা আরেকবার কমলো।

বণিক বার্তা