ফরেক্স হলো আন্তর্জাতিক মূদ্রাবাজার। এখানে বিভিন্ন মূদ্রার বিপরীতে বিভিন্ন ধরনের মূদ্রা বিনিময় করা হয়। শুধু মূদ্রার বিনিময়ই না। এখানে বিভিন্ন মেটাল এবং অয়েলও বিনিময় করা হয়। আসলে প্রতি মূহুর্তেই একটি মূদ্রার বিপরীতে অপর একটি মূদ্রার দাম ওঠানামা করে। এই মূল্যের পরিবর্তনের ভিত্তিতেই ফরেক্সে ট্রেড করা হয়। এই সুযোগ টা দেয় ফরেক্স।