ফরেক্স এ লং টাইম ট্রেড করাটাই আমি মনে করি প্রকৃত ট্রেডিং। তাতে ধীরে ধীরে আপনি মার্কেট এনালাইসিস করে অনেক সময় নিয়ে ট্রেড করা হয়। আর একজন ট্রেডারের এত বেশী চাপ ও থাকে না কারন সব সময় মার্কেট নিয়ে তো আর মাথা ঘামান না। সুতরাং লং টাইম ট্রেড করাটাই ভাল। অনেকে স্ক্যালপিং করেন অল্প সময়ে বেশী আয় করার জন্য কিন্তু দেখা যায় অল্প সময়ে যা আয় করেন তার চাইতে বেশী লস করেন। লং টাইম ট্রেডে লাভ হওয়ার সম্ভাবনা বেশী। সবচেয়ে বড় কথা হলো মানিম্যানেজমেন্ট করা সঠিক ভাবে ব্যবহার যা কিনা লং টাইম ট্রেডার গন করে থাকেন।