ফেসবুক কর্মীদের চাপের মুখে প্লাটফর্মে বিতর্কিত পোস্ট ও মন্তব্যসংক্রান্ত নীতিমালায় পরিবর্তন আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মার্ক জাকারবার্গ। গত শুক্রবার ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বলেন, শিগগিরই ফেসবুকের অভ্যন্তরীণ নীতিমালায় কিছু পরিবর্তন আনা হবে। খবর রয়টার্স।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে চলমান বর্ণবাদবিরোধী বিক্ষোভ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ফেসবুক পোস্ট মুছে না দেয়ার সিদ্ধান্ত জানিয়ে প্রতিষ্ঠানের কর্মীদের তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন মার্ক জাকারবার্গ। শুধু তা-ই নয়; বর্ণবাদবিরোধী বিক্ষোভ নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য ঘিরে প্রতিদ্বন্দ্বী সোস্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটারের স্বচ্ছ অবস্থান ও টুইটার প্রধান জ্যাক ডরসির গৃহীত সিদ্ধান্তের প্রকাশ্যে প্রশংসা করেছেন ফেসবুকের বেশ কয়েকজন জ্যেষ্ঠ ব্যবস্থাপক। কিন্তু মার্ক জাকারবার্গ তার সিদ্ধান্তে অনড় থাকায় ফেসবুক কর্মীদের মধ্যে ওয়াকআউটের ঘটনাও ঘটে।

ফেসবুকের পক্ষ থেকে ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অস্বীকৃতি জানিয়ে এক পোস্টে মার্ক জাকারবার্গ বলেছিলেন, তিনি মনে করেন, মন্তব্যটি গভীরভাবে আপত্তিজনক হলেও তা সহিংসতার জন্য উসকানি দেয়ার বিরুদ্ধে কোম্পানির নীতিমালা লঙ্ঘন করেনি এবং জনগণকে জানতে হবে যে সরকার বল প্রয়োগ করার পরিকল্পনা করছে কিনা।

মার্ক জাকারবার্গ এর আগে টুইটার ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যুদ্ধে ফেসবুককে না জড়ানোর কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ফেসবুক হোয়াইট হাউজকে তাদের নীতিমালার কথা জানিয়েছে।

বণিক বার্তা