নভেল করোনাভাইরাসের প্রভাবে যে মন্দা ভাব নেমে এসেছিল, তা থেকে দ্রুত প্রত্যাবর্তন করেছে চীনের আবাসন খাত। গত মাসে দেশটিতে বাড়ির দাম বেড়েছে ছয় মাসের সর্বোচ্চ হারে। খবর ব্লুমবার্গ।

চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস সোমবার এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা গেছে, দেশটির ৭০টি প্রধান শহরে নতুন বাড়ির দাম গত মাসে দশমিক ৪৯ শতাংশ বেড়েছে। এপ্রিলে এ প্রবৃদ্ধির হার ছিল ৪২ শতাংশ। হিসাবটি করার ক্ষেত্রে সরকারি আবাসন প্রকল্পগুলোকে বাদ দেয়া হয়েছে।

চীনের সেকেন্ডারি আবাসন বাজার সরকারের প্রভাব থেকে প্রায় মুক্ত বলা যায়। গত মাসে এ বাজারে প্রবৃদ্ধি হয়েছে দশমিক ২৪ শতাংশ, যা সাত মাসের মধ্যে সর্বোচ্চ।

করোনার প্রভাবকে পেছনে ফেলে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টা করছে চীন। একই সঙ্গে সম্পত্তির বাজারে মানুষের আগ্রহও ধীরে ধীরে বাড়ছে। আর চাহিদা বাড়ায় দেশটির ছোট, মাঝারি, বড়—সব শহরেই বাড়ির দাম ঊর্ধ্বমুখী। আর অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্রীয় ব্যাংক যখন ঋণ সরবরাহ কর্মসূচি সম্প্রসারিত করেছে, তখন মানুষ বিনিয়োগের জন্য সম্পত্তির বাজারকে অন্যতম নিরাপদ গন্তব্য বিবেচনা করছে।

চায়না রিয়েল এস্টেট ইনফরমেশন করপোরেশন দেশটির ২৮টি শহরের আবাসন বাজার পর্যবেক্ষণ করে জানিয়েছে, এর অর্ধেকের মতো শহরে গত মাসে আবাসিক বাড়ির বিক্রি করোনা-পূর্ব সময়কেও ছাড়িয়ে গেছে। আর সাংহাই ও হ্যাংঝৌয়ের মতো শহরে তা দুই বছরের সর্বোচ্চে উন্নীত হয়েছে।

বণিক বার্তা