ব্রিটেনের শ্রমবাজারে নভেল করোনাভাইরাস লকডাউনের প্রভাবে গত এপ্রিল ও মে মাসে ছয় লাখেরও বেশি কর্মী চাকরি হারিয়েছেন। মঙ্গলবার প্রকাশিত সরকারি উপাত্তে এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্স।

গত এপ্রিলের অব্যবহিত আগের তিন মাসে ব্রিটেনের বেকারত্ব হার ছিল ৩ দশমিক ৯ শতাংশ। সার্বিক অর্থনৈতিক কার্যক্রমে শ্লথগতি সত্ত্বেও সরকারি সহায়তার আশায় প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের বহাল রাখায় বেকারত্ব হার স্থিতিশীল ছিল। কিন্তু রয়টার্সের অর্থনীতিবিদদের জরিপে দেখা গেছে সাম্প্রতিক সময়ে বেকারত্ব হার ৪ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে।

ইনস্টিটিউট অব ডিরেক্টরসের মুখ্য অর্থনীতিবিদ তেজ পারিখ বলেন, সরকারের ফার্ল্যু স্কিমের কারণে বড় আকারের কর্মী ছাঁটাই ঠেকানো গেছে। কিন্তু সামনের মাসগুলোয় বেকারত্ব হার আরো বাড়তে পারে। আগামী অক্টোবর নাগাদ সরকারের এই ফার্ল্যু স্কিম চালু থাকবে।

বণিক বার্তা