বিশ্বজুড়ে অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ীকে ঋণ দেয়ার পরিকল্পনা নিয়েছে গুগল। প্রাথমিকভাবে গুগল পে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভারতের কয়েক মিলিয়ন ক্ষুদ্র ব্যবসায়ীকে ঋণ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এজন্য ভারতে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে গুগল। শিগগিরই তারা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ঋণ দেয়ার কার্যক্রম শুরু করবে।
গুগল পের পণ্য ব্যবস্থাপনা বিভাগের জ্যেষ্ঠ পরিচালক অম্বরীশ কেঙ্ঘরে জানিয়েছেন,গুগল পে ভারতের তিনটি শীর্ষস্থানীয় ব্যাংকের সঙ্গে কাজ করছে। দেশটির প্রায় তিনমিলিয়ন ভেরিফায়েড মার্চেন্টকে তারা ঋণ দেয়ার কথা ভাবছে।

কভিড-১৯ মহামারীর কারণে গোটা বিশ্ব কার্যত স্থবির হয়ে পড়েছে। ভারতের সরকার গত মার্চের শেষদিকে দেশব্যাপী লকডাউনের ঘোষণা দিয়েছিল। যে কারণে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছিল। এ পরিস্থিতিতে গুগলের ঋণ প্রদান দেশটির কয়েক কোটি ক্ষুদ্র ব্যবসায়ীর ঘুরে দাঁড়াতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

গত বছর ভারতে স্পট ফিচার চালু করেছে গুগল, যা বিভিন্ন ব্যবসার জন্য সহজে তাদের নিজস্ব ব্র্যান্ডযুক্ত কমার্শিয়াল ফন্ট তৈরি করার সুযোগ দেয়। এটি গুগল পে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে গ্রাহকদের কাছে অ্যাক্সেসযোগ্য। গুগলের ঋণ কার্যক্রম অন্যান্য দেশে কবে সম্প্রসারণ করা হতে পারে, তা বিস্তারিত প্রকাশ করা হয়নি।

বণিক বার্তা