গত মে মাসে জাপানের শিল্প উৎপাদন অন্তত সাত বছরের সর্বনিম্নে দাঁড়িয়েছে। নভেল করোনাভাইরাস মহামারীর কারণে বৈশ্বিক ও অভ্যন্তরীণ চাহিদায় প্রভাব ফেলেছে এবং সাপ্লাই চেইন বিঘ্নিত হওয়ায় এমনটা হয়েছে বলে মঙ্গলবার প্রকাশিত সরকারি উপাত্তে এ তথ্য উঠে এসেছে। খবর কিয়োদো।

জাপানের অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক প্রাথমিক প্রতিবেদনে জানায়, গত মে মাসে কারখানা ও খনিগুলোর মৌসুমভিত্তিক সমন্বয়কৃত উৎপাদন সূচক পূর্ববর্তী মাসের চেয়ে ৮ দশমিক ৪ শতাংশ কমে ৭৯ দশমিক ১ পয়েন্টে দাঁড়িয়েছে। ২০১৩ সালের জানুয়ারি থেকে এ উপাত্ত রাখা শুরুর পর যা সর্বনিম্ন।

নভেল করোনাভাইরাস মহামারীর ফলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিটির ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। গত এপ্রিলের মাঝামাঝিতে প্রধানমন্ত্রী শিনজো আবে দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করায় সবাইকে ঘরে অবস্থান করতে হয় এবং অনেক ব্যবসাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়।

মে মাসের দুর্বল শিল্প উৎপাদনের পেছনে গাড়ি শিল্পে পতন ভূমিকা রেখেছে। এপ্রিলের তুলনায় মে মাসে গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ উৎপাদন ২৩ দশমিক ২ শতাংশ কমেছে। মেশিনারি ও ইস্পাত নির্মাতাদের শিল্প উৎপাদনেও উল্লেখযোগ্য পতন হয়েছে।

বণিক বার্তা