আগামী মার্চে শেষ হওয়া ২০২০ অর্থবছরে জাপানের অর্থনীতি ৪ দশমিক ৭ শতাংশ সংকুচিত হবে এবং ভোক্তা মূল্য সূচক শূন্য দশমিক ৫ শতাংশে দাঁড়াবে। বুধবার এক পূর্বাভাসে এ তথ্য জানায় ব্যাংক অব জাপান (বিওজে)। খবর কিয়োদো, ব্লুমবার্গ।

নভেল করোনাভাইরাসের ধাক্কা প্রশমনে মুদ্রানীতি শিথিল করার ব্যাপারে দুদিনের বৈঠকে নীতিনির্ধারকরা সম্মতি প্রদানের পর এ পূর্বাভাস দেয় জাপানের কেন্দ্রীয় ব্যাংক।

২০২১ অর্থবছরে অবশ্য ৩ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বিওজে। এছাড়া ব্যাংকটির সর্বশেষ প্রান্তিক অর্থনৈতিক ও মূল্যস্ফীতি পূর্বাভাস প্রতিবেদনে আশা প্রকাশ করা হচ্ছে, আগামী অর্থবছরে অর্থনৈতিক কার্যক্রম মহামারীপূর্ব মাত্রায় পৌঁছবে।

গত এপ্রিলে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বাভাস ছিল, চলতি বছরে জাপানের অর্থনীতি ৩ থেকে ৫ শতাংশ সংকুচিত হবে এবং মূল্যস্ফীতি হার শূন্য দশমিক ৩ থেকে শূন্য দশমিক ৭ শতাংশের নেতিবাচক সীমানায় থাকবে।

পলিসি মিটিংয়ে স্বল্পমেয়াদি সুদহার ঋণাত্মক শূন্য দশমিক ১ শতাংশ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিওজে। এছাড়া দীর্ঘমেয়াদে তা শূন্যের কাছাকাছি রাখার কথা ভাবছে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক তাদের ১১০ ট্রিলিয়ন ইয়েন বা ১ ট্রিলিয়ন ডলারের করপোরেট সহায়তা কর্মসূচিও বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। গত জুনে নেয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিভিন্ন কোম্পানির জন্য সুদমুক্ত ঋণ, করপোরেট বন্ড ও কমার্শিয়াল পেপার ক্রয় করার সিদ্ধান্ত গৃহীত হয়।

তবে অর্থনীতি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, গত জুনে বিওজের তাঙ্কান জরিপে তা উঠে এসেছে। চলতি মাসের শুরুতে প্রকাশিত ওই জরিপের ফলাফলে দেখা গেছে, বৃহৎ ম্যানুফ্যাকচারার ের ব্যবসায় সেন্টিমেন্ট ২০০৯ সালের বৈশ্বিক আর্থিক সংকট-পরবর্তী সর্বনিম্নে দাঁড়িয়েছে। দেশটির ম্যানুফ্যাকচারিং খাত বড় আকারে বৈদেশিক চাহিদার ওপর নির্ভর করে, যেখানে মহামারীর আঁচ ভালো করে লেগেছে। পর্যটন খাতের পতনের জেরে নন-ম্যানুফ্যাকচারিং খাতও বড় আকারে ধুঁকছে। এছাড়া মহামারীর পরিপ্রেক্ষিতে বেশির ভাগ মানুষ ডিপার্টমেন্ট স্টোরের মতো জনাকীর্ণ জায়গা এড়িয়ে চলায় খুচরা বিক্রিতেও শ্লথগতি দেখা গেছে।

জুনের পলিসি মিটিংয়ের সঙ্গে সংগতি রেখে সর্বশেষ মিটিংয়েও বিওজে জানায়, জাপানের অর্থনীতি মারাত্মক পরিস্থিতিতে পড়েছে। সামনের দিকে তাকিয়ে চলতি বছরের শেষার্ধে জাপানের অর্থনীতি ধীরে ধীরে উন্নত হতে পারে, তবে তার গতি শ্লথ।

বণিক বার্তা