সংকটাপন্ন মার্কিন অর্থনীতির জন্য বর্তমানে সবচেয়ে বড় ঝুঁকি হলো ভাইরাসের পুনরুত্থান। কারণ নতুন করে ব্যাপক হারে নভেল করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিলে ফের বন্ধ করে দিতে হতে পারে অর্থনৈতিক কার্যক্রম। গতকাল এ ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। খবর এএফপি।

বিশ্বের বৃহত্তম অর্থনীতির বিষয়ে বার্ষিক পর্যালোচনায় আইএমএফ জানায়, চাহিদা চাঙ্গাকরণে ও গৃহস্থালি ব্যয়ে সহযোগিতা প্রদানের ক্ষেত্রে আগামী মাসগুলোয় মার্কিন সরকারকে আরো পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি নজর দিতে হবে ক্রমবর্ধমান দারিদ্র্য ও মার্কিন স্বাস্থ্য ব্যবস্থার দিকে। আইএমএফ জানায়, মার্কিন অর্থনীতিতে অভূতপূর্ব নীতিগত সমর্থন ও সহায়তার পরও দ্বিতীয় প্রান্তিকে দেশটির জিডিপিতে ৩৭ শতাংশ পতন হয়। এ অবস্থায় ২০২০ সালে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সংকোচন হতে পারে ৬ দশমিক ৬ শতাংশ। সার্বিকভাবে এ পূর্বাভাসে ‘ভয়াবহ’ অনিশ্চয়তা দেখা যাচ্ছে।

বণিক বার্তা