কভিড-১৯ মহামারী বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলেছে। স্থবির হয়ে পড়েছে অর্থনীতির চাকা। ভয়াবহ এ পরিস্থিতির কারণে শুধু চলতি বছরই বিশ্বজুড়ে ২৫ কোটি মানুষ চাকরি হারাবেন বলে মনে করছেন মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ। খবর বিবিসি।

প্রবীণ এ প্রযুক্তি কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করে বলেন, এটি একটি বিস্ময়কর সংখ্যা! মহামারী কোনো সীমান্ত মানে না। মার্কিন কংগ্রেশনাল বাজেট অফিস অনুমান করছে শুধু যুক্তরাষ্ট্রেই বেকারত্বের হার ১২ দশমিক ৩ শতাংশ বেড়ে ৩ দশমিক ৫ শতাংশ থেকে ১৫ দশমিক ৮ শতাংশে পৌঁছবে। সব মিলিয়ে নতুন করে বেকার হবেন ২ কোটি ১০ লাখ মানুষ। এ রকম আরো অনেক দেশ ও মহাদেশ একই ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে।

কভিড-১৯ মহামারীর ভয়াবহতা বিবেচনায় নিয়ে গত মাসে বিশ্বব্যাপী ২ কোটি ৫০ লাখ মানুষকে ডিজিটাল প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনার ব্যাপারে জানিয়েছে মাইক্রোসফট।

এ বিষয়ে ব্র্যাড স্মিথ বলেন, আমরা ইন্টারনেট নিরপেক্ষতার পৃথিবীতে বাস করি। আমরা যদি এ ব্যাপারে কিছু না করি, তাহলে অন্য যেসব অসাম্য নিয়ে আমরা চিন্তিত তা আরো বাড়বে। এটি এমন একটি কাজ, যা একক প্রতিষ্ঠান বা এক সরকারের পক্ষে করা সম্ভব নয়। তবে ২ কোটি ৫০ লাখ মানুষের কাছে পৌঁছতে পারলে আমরা ধরে নেব যে নিজেদের দায়িত্বটুকু যথাযথ পালন করেছি আমরা।

বণিক বার্তা