যুক্তরাজ্যে সর্বশেষ লকডাউন শিথিল করার বিষয়ে বেশ সতর্ক অবস্থানে রয়েছে ব্যবসাপ্রতিষ্ঠান ুলো। সংশ্লিষ্টদের মতে, স্বাস্থ্যবিধি মেনে এখনই কর্মীদের গণহারে কাজে ফেরার তেমন কোনো সুযোগ নেই। বিশেষ করে নিরাপত্তার ক্ষেত্রে কোম্পানিগুলোর এখনো ‘স্পষ্ট দাপ্তরিক নির্দেশনার’ প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ চেম্বার অব কমার্স। খবর বিবিসি।

দি ইনস্টিটিউট অব ডাইরেক্টরস জানিয়েছে, যুক্তরাজ্যে বর্তমানে বেশ উল্লেখযোগ্য পরিমাণ সতর্কতা নির্দেশ জারি রয়েছে। এ-সংক্রান্ত নতুন নির্দেশাবলির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে গণপরিবহন ব্যবহার। তাছাড়া আগামী ১ আগস্ট থেকে বদলে যাবে নিয়োগদাতাদের জন্য পালনীয় উপদেশও। এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, কর্মস্থলে কর্মীদের ফিরিয়ে আনা নিরাপদ মনে হলেও কোম্পানিগুলোকে বিচক্ষণতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে।

তবে দি ইনস্টিটিউট অব ডাইরেক্টরসের ডাইরেক্টর অব পলিসি এডুইন মরগান সন্দেহ প্রকাশ করেছেন যে শিগগিরই বিভিন্ন অফিস ও কর্মস্থলে উল্লেখযোগ্যসংখ্য কর্মী ফিরে আসবেন। এক্ষেত্রে ব্যবসাপ্রতিষ্ঠান ুলোকে ঝুঁকির সামঞ্জস্য বিধান নিয়ে চিন্তাভাবনা করতে হবে। কারণ তারা নিশ্চয়ই তাড়াহুড়ো করতে গিয়ে পুনরায় কার্যক্রম বন্ধ হয়ে যাক তা চাইবে না। তাছাড়া নিরাপদে কার্যক্রম শুরু করার ক্ষেত্রে সবকিছুই কোম্পানির নিয়ন্ত্রণেও নেই।

বণিক বার্তা