চলমান বৈশ্বিক মহামারী নারী ও পুরুষের মধ্যে অর্থনৈতিক ব্যবধান বৃদ্ধি করতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির মতে, গত তিন দশকে নারীরা তাদের পুরুষ সহকর্মীদের সঙ্গে আর্থিক ব্যবধান কমিয়ে আনার ক্ষেত্রে যে অগ্রগতি দেখিয়েছেন, মহামারীর প্রভাবে তা ক্ষতিগ্রস্ত হবে। খবর এএফপি।

আইএমএফ জানায়, কভিড-১৯-এর প্রভাবে বৈশ্বিক জিডিপির সংকোচন হবে ৭ দশমিক ৯ শতাংশ। এক্ষেত্রে পুরুষদের থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা। কারণ করোনায় নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়েছে সেবা, খুচরা বিক্রি ও হোটেল শিল্পে। আর এসব শিল্পে নারীদের অংশগ্রহণই বেশি। দেখা গেছে, যুক্তরাষ্ট্রে নারীদের ৫৪ শতাংশই এমন সব খাতে কাজ করেন, যেখানে কর্মস্থলে উপস্থিত না হয়ে কাজ করার সুযোগ নেই। ব্রাজিলের ৬৭ শতাংশ নারীর পক্ষেই দূর থেকে কাজ করার সুযোগ নেই। তাছাড়া আরো একটি অসুবিধাজনক বিষয় হলো, নারীরা কোনো ধরনের মজুরি ছাড়াই অধিকতর গৃহস্থালি কাজের সঙ্গে যুক্ত।

বণিক বার্তা