২০১৬ সালে ডিজেলগেট কেলেঙ্কারির পর থেকে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৯৫০ কোটি ডলারের ক্ষতিপূরণ দিয়েছে ফক্সওয়াগন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ সোমবার এ তথ্য জানায়।

আন্তর্জাতিকভাবে পরিচিতি পাওয়া ডিজেলগেট কেলেঙ্কারিতে ফক্সওয়াগনের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন হয়েছে।

জার্মান গাড়ি নির্মাতা জায়ান্টটি কয়েক বছর আগে স্বীকার করে যে তারা ১ কোটি ১০ লাখ গাড়িতে নিঃসরণ প্রতারণা করেছে। এতে সড়কে যে নিঃসরণ হয়, তদারকি প্রতিষ্ঠানের পরীক্ষায় তা কম দেখা যায়।

বণিক বার্তা