নভেল করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতির চাকা থমকে গেছে। ব্যবসা-বাণিজ্যের মন্দায় বেকারত্ব বেড়ে গেছে আশঙ্কাজনক হারে। একই সঙ্গে কোম্পানিগুলোর বিনিয়োগও প্রায় স্থবির হয়ে পড়েছে। এ অবস্থায় আগামী কয়েক বছরে বৈশ্বিক প্রবৃদ্ধির গতি কমতে পারে। আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ফিচ রেটিংস লিমিটেড এমনটাই আশঙ্কা করছে। খবর ব্লুমবার্গ।

ফিচের গ্লোবাল ইকোনমিক আউটলুকে ১০টি উন্নত অর্থনীতির তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, আগামী পাঁচ বছরে এসব দেশের জিডিপির সম্ভাব্য বার্ষিক প্রবৃদ্ধি ফিচের পূর্ববর্তী পঞ্চবার্ষিকী পূর্বাভাসের তুলনায় গড়ে দশমিক ৬ শতাংশীয় পয়েন্ট হারে কমতে পারে। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধির পূর্বাভাস ১ দশমিক ৯ শতাংশ থেকে ১ দশমিক ৪ শতাংশে নামিয়ে এনেছে। যুক্তরাজ্যের ক্ষেত্রে পূর্বাভাস ১ দশমিক ৬ শতাংশ থেকে দশমিক ৯ শতাংশে নেমে এসেছে। আর ইউরো অঞ্চলে জার্মানি, ফ্রান্স, ইতালি ও স্পেনের ভারিত গড় ১ দশমিক ২ শতাংশ থেকে দশমিক ৭ শতাংশে নামিয়েছে ফিচ রেটিংস।

ফিচের ইকোনমিক টিমের পরিচালক ম্যাক্সিম ডারমেট বলেছেন, ‘নভেল করোনাভাইরাসের প্রভাবে সরবরাহ খাতে দীর্ঘমেয়াদি ক্ষত তৈরি হবে। মহামারীর কারণে বেকারত্বের হার দীর্ঘ সময় ধরে বেশি থাকবে। কর্মঘণ্টা কমে যাবে। বিনিয়োগ ও মূলধন সংগ্রহও কমে যাবে।’

বণিক বার্তা