চলতি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ৯৪ হাজার ৭০০ কোটি ডলার ঋণ গ্রহণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। এটা মার্কিন সরকারের বড় আকারের ঋণ হলেও দ্বিতীয় প্রান্তিকের ২ দশমিক ৭৫ ট্রিলিয়ন ডলারের চেয়ে কম। খবর এপি।

অর্থ মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা সোমবার জানান, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ১ দশমিক ২২ ট্রিলিয়ন ডলার ঋণ গ্রহণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। এর মধ্যে ১ ট্রিলিয়ন ডলার ব্যয় হবে অর্থনৈতিক প্রণোদনা প্যাকেজের অর্থায়নের জন্য। ওই প্যাকেজ চূড়ান্ত করার জন্য ডেমোক্র্যাটস ও রিপাবলিকানদের মধ্যে তীব্র বাদানুবাদ চলছে।

এ পর্যন্ত মার্কিন কংগ্রেসে ৩ ট্রিলিয়ন ডলার অর্থনৈতিক সহায়তা প্যাকেজ অনুমোদিত হয়েছে। গত মে মাসে ডেমোক্র্যাট নিয়ন্ত্রণাধীন হাউজ অব কংগ্রেসে ৩ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের প্যাকেজ অনুমোদন করলেও রিপাবলিকান নেতৃত্বাধীন সিনেটে ১ ট্রিলিয়ন ডলারের প্যাকেজের ইঙ্গিত দেয়া হয়েছে।

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে মার্কিন সরকারের ঋণ ২০০৮ সালের একই প্রান্তিকের ৫৩ হাজার কোটি ডলার ঋণ ছাড়িয়ে গেছে। ২০০৮ সালের আর্থিক সংকট কাটিয়ে উঠতে বিশাল ওই ঋণ গ্রহণ করেছিল যুক্তরাষ্ট্র সরকার।

দ্য কংগ্রেসনাল বাজেট অফিসের পূর্বাভাস, চলতি বছরে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি ৩ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারে দাঁড়াবে; যা ২০০৯ সালের ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের রেকর্ড ছাড়িয়ে গেছে।

বণিক বার্তা