গত জুলাইয়ে চলতি বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাজ্যে নতুন গাড়ির নিবন্ধন বেড়েছে। গাড়ি শিল্প সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত হয়েছে। খবর বিবিসি।

সোসাইটি ফর মোটর ম্যানুফ্যাকচারার স অ্যান্ড ট্রেডার্স জানায়, ২০১৯ সালের জুলাইয়ের তুলনায় গত মাসে গাড়ি বিক্রি ১১ শতাংশ বেড়েছে। সর্বশেষ গত বছরের ডিসেম্বরে গাড়ি বিক্রি বেড়েছিল। নভেল করোনাভাইরাস মহামারীর ফলে পরবর্তী চার মাসে নাটকীয়ভাবে গাড়ি বিক্রি কমেছে।

লকডাউনের চূড়ান্ত পর্যায়ে গত এপ্রিলে গাড়ি কোম্পানিগুলোর ডিলারশিপ এবং অনেক কারখানা বন্ধের কারণে গাড়ি বিক্রি প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে।

গত জুলাইয়ে নতুন গাড়ির নিবন্ধন ১ লাখ ৭৫ হাজারে দাঁড়িয়েছে। নভেল করোনাভাইরাস মহামারীর ফলে মারাত্মকভাবে আক্রান্ত গাড়ি শিল্পের জন্য আশাব্যঞ্জক খবর হিসেবে দেখা দিয়েছে।

গাড়ি শিল্প চাঙ্গা হওয়ার আশাবাদ ফুটে উঠেছে গত জুলাইয়ের উপাত্তে। তবে স্বাস্থ্য খাতের প্রকৃত হালহকিকত নিয়ে এখনো উদ্বেগ রয়েছে। সরকারের বিভিন্ন সহায়তা কর্মসূচি আগামী অক্টোবরের মধ্যে শেষ হতে যাওয়ায় অনেক কোম্পানিই তাদের কর্মী ছাঁটাইয়ে যাচ্ছে।

গত জুলাইয়ে নতুন গাড়ির নিবন্ধন বাড়লেও ২০২০ সালের সার্বিক নিবন্ধন ২০১৯ সালের তুলনায় ৩০ শতাংশ কমেছে।

বণিক বার্তা