চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) গত এক দশকের মধ্যে কর্মসংস্থানে সংখ্যাগত বৃহত্তম পতন দেখেছে যুক্তরাজ্য। জাতীয় পরিসংখ্যান দপ্তরের (ওএনএস) উপাত্ত অনুযায়ী, প্রান্তিকটিতে কর্মসংস্থান কমেছে ২ লাখ ২০ হাজার। সর্বশেষ ২০০৯ সালের অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ওই বছরের মে থেকে জুলাইয়ের পর কোনো প্রান্তিকে দেশটির কর্মসংস্থানের এমন পতন আর দেখা যায়নি। খবর বিবিসি।

এ অবস্থায়ও সংশ্লিষ্টরা জানিয়েছেন, যে পরিমাণ আশঙ্কা করা হয়েছিল, বেকারত্ব ঠিক ততটা বাড়েনি। কারণ অধিকাংশ কোম্পানিই তাদের কর্মীদের সরকার সমর্থিত ফার্লো স্কিমের আওতাভুক্ত করেছে। কিন্তু অর্থনীতিবিদরা বলছেন, অক্টোবরে এ স্কিম শেষ হওয়ার আগ পর্যন্ত কর্মসংস্থানের ওপর সত্যিকার পূর্ণ প্রভাব বোঝা যাবে না।

ওএনএস জানিয়েছে, কাজ করা হয়েছে এমন গড় কর্মঘণ্টার সংখ্যা যুক্তরাজ্যে ধারাবাহিকভাবে কমে বার্ষিক ও প্রান্তিকীয় হিসাবে রেকর্ড নিম্নে এসে দাঁড়িয়েছে। সংস্থাটির সহকারী জাতীয় পরিসংখ্যানবিদ জনাথন অ্যাথো বলেন, চলমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৪ কিংবা তার কম বয়সী তরুণ কর্মীরা। একই সঙ্গে বয়স্ক ও কম দক্ষতাপূর্ণ কাজ করেন, এমন কর্মীরাও ক্ষতির মুখে পড়েছেন। বিষয়টি খুবই উদ্বেগজনক। কারণ এ ধরনের কর্মীদের পক্ষে অন্যদের তুলনায় নতুন কোনো চাকরি খুঁজে পাওয়া বেশ কঠিন।

বণিক বার্তা