যুক্তরাষ্ট্রের বায়োটেক কোম্পানি মডার্নার সঙ্গে ১৫০ কোটি ডলারের চুক্তিতে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার স্বাক্ষরিত ওই চুক্তির মাধ্যমে মডার্নার কাছ থেকে ১০ কোটি ডোজ নভেল করোনাভাইরাস টিকা নেবে যুক্তরাষ্ট্র। খবর এএফপি।

হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে মডার্নার সঙ্গে ১০ কোটি ডোজ কভিড-১৯ টিকা তৈরির চুক্তিতে পৌঁছেছি। কেন্দ্র সরকার এ টিকাগুলো ক্রয় করছে।

তিনি আরো বলেন, টিকাটি অনুমোদিত হওয়ার পর পরই দ্রুততম সময়ের মধ্যে ১০ কোটি ডোজ টিকা তৈরি করব। তার অল্প সময় বাদেই ৫০ কোটি ডোজ তৈরি হবে। আমরা ৬০ কোটি ডোজ টিকা তৈরির লক্ষ্যমাত্রা হাতে নিয়েছি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের (এনআইএইচ) সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে তৃতীয় ধাপের টিকার পরীক্ষা চালাচ্ছে মডার্না।

এমআরএনএ-১২৭৩ নামের টিকাটি যৌথভাবে তৈরি করেছে মডার্না ও এনআইএইচের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ, যার নেতৃত্বে রয়েছেন ড. এন্থনি ফাউচি।

গবেষকরা চলতি বছরের শেষ দিকের আগে টিকার কার্যকারিতা দেখতে পারছেন না বলে জানান ফাউচি। অবশ্য ট্রাম্প আশা করছেন, আগামী ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে টিকা পাওয়া যাবে।

সর্বশেষ চুক্তির পর মডার্নার সঙ্গে চুক্তির আর্থিক মূল্য দাঁড়িয়েছে ২৪৮ কোটি ডলার। ১০ বছরেরও কম সময় আগে প্রতিষ্ঠিত মডার্না এখনো কোনো টিকা তৈরি করতে পারেনি। প্রাথমিক পরীক্ষায় টিকাটি আশাব্যঞ্জক ফল দিয়েছে বলে জানা গেছে।

বণিক বার্তা