ভিক্টরিয়া মেমোরিয়াল: প্রথমেই যেটির কথা বলব সেটি হচ্ছে ভিক্টরিয়া মেমোরিয়াল। নান্দনিক এ ভবনটি এবং তৎসংলগ্ন অসাধারণ পার্কটি পর্যটকদের প্রধান আকর্ষণ। মুঘল ও ব্রিটিশ নির্মাণ কৌশলের মিশেলে তৈরি এ স্থাপনাটি তৈরি করেন লর্ড কার্জন ১৯২১ সালে। মূলত বিখ্যাত ব্রিটিশ রানী ভিক্টরিয়ার মৃত্যুর পর তার স্মরণে এটি নির্মাণ করা হয়। শ্বেত পাথরে নির্মিত মূল ভবনটির ঠিক সামনেই রয়েছে সিংহাসনাধীন মহারানী ভিকটোরিয়া এক বিশালাকার মূর্তি। ভিক্টরিয়া মেমোরিয়াল, কলকাতা, ইন্ডিয়া এছাড়া রয়েছে নাতিদীর্ঘ লেক বিশিষ্ট পার্ক। নান্দনিক ব্রিজ আর বসার জায়গা। মূল ভবনটি বর্তমানে জাদুঘরে রূপান্তর করা হয়েছে যেখানে স্থান পেয়েছে বিভিন্ন এন্টিক শিল্পকর্ম…