ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের মত মস্তবড় হার্ডহিটার ব্যাটসম্যান বাংলাদেশে নেই। হতে পারে টি-টুয়েন্টির এই যুগে এসে এই অভাবটা বাংলাদেশের জন্য খুবই লজ্জার। তবে বাংলাদেশে যা আছে সেটা একেবারে কমও যায়না। বাংলাদেশের ব্যাটম্যানেরা গেইল-ডি ভিলিয়ার্সদের মত চারছক্কার বন্যা বইয়ে দিতে না পারলেও কিছু কিছু ক্ষেত্রে কাছাকাছিও চলে যায়।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ৩১ বলে শতক হাঁকিয়েছিলেন প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। কাগজে কলমে এত কম বলে ওয়ানডে সতক নেই তবে বাংলাদেশের হয়ে মাত্র ৬৩ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সাকিব আল হাসান। ২০০৯ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে এমন রেকর্ড গড়েন তিনি।