সামাজিক স্টিগমা নিয়ে সমাজবিজ্ঞানীদের মধ্যে বাংলায় লেখালেখি অনেকটা কম। ইংরেজিতে এই ধারণাটিকে যেভাবে প্রকাশ করা হয়, বাংলায় এর যথার্থ সমার্থক শব্দই খুঁজে বের করা অনেকটা কঠিন হয়ে পড়ে। এর অনেকটা কাছাকাছি বাংলা ভাবার্থ হলো কলঙ্ক, নিন্দা বা কাউকে সামাজিকভাবে হেয় করা। তবে আমাদের দেশে যখন কলেরা কিংবা চিকেন পক্স হয়ে গ্রামের পর গ্রাম মৃত্যুর মিছিলে উজাড় হয়ে যেত, সেই সময়ের প্রেক্ষাপট নিয়ে সাহিত্যে সংক্রামক ব্যাধির সামাজিক প্রভাবের বিষয়টি নানাভাবে এসেছে। বিভিন্ন গল্প, উপন্যাস কিংবা নাটকের মাধ্যমে এ বিষয়গুলো লেখক তাঁর লেখায় তুলে ধরেছেন। শরৎচন্দ্র থেকে শুরু করে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখাতেও আমরা এ বিষয়গুলোর উপস্থাপন দেখতে পাই। তবে এসব লেখায় সাধারণত মহামারিকালের মানুষের সামগ্রিক দুঃখ–দুর্দশার বিষয়গুলোই অধিক প্রাধান্য পেয়েছে। সে তুলনায় গবেষণাধর্মী লেখালেখি তুলনামূলকভাবে বেশ কম।