নভেল করোনাভাইরাসের প্রভাবে চলতি বছর আর্জেন্টিনার অর্থনৈতিক সংকোচন হতে পারে ১২ শতাংশ। স্থানীয় সময় শুক্রবার দেশটির কেন্দ্রীয় ব্যাংকের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। এর আগে গত মাসে এ সংকোচনের পূর্বাভাস দেয়া হয়েছিল ১২ দশমিক ৫ শতাংশ। খবর এএফপি।

অর্থনীতিবিদরা দেখেছেন, ২০২০ সালের দ্বিতীয় প্রান্তিকে আর্জেন্টিনার অর্থনৈতিক সংকোচন হয়েছে ১৬ দশমিক ৬ শতাংশ। এর আগে প্রান্তিকটিতে অর্থনেতিক সংকোচন ১৭ শতাংশ হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছিল। অন্যদিকে তৃতীয় প্রান্তিকে অর্থনীতি ৮ দশমিক ৭ শতাংশ হারে প্রবৃদ্ধিতে রয়েছে। এর আগে এ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছিল ৮ শতাংশ।

জরিপে বলা হয়, বছরের অবশিষ্ট প্রান্তিকের প্রবৃদ্ধি পূর্বাভাস এটাই বলছে যে অর্থনীতিতে নভেল করোনাভাইরাসের প্রভাব পরিবর্তনশীল। এরই মধ্যে আর্জেন্টিনায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ছাড়িয়ে গেছে, মারা গেছে সাড়ে নয় হাজার মানুষ। কভিড-১৯ সংক্রমণ ও মৃত্যুতে দক্ষিণ আমেরিকায় আর্জেন্টিনার অবস্থান দ্বিতীয়। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের জরিপ বলছে, ২০২০ সালে দেশটির মুদ্রাস্ফীতি হবে ৩৭ দশমিক ৮ শতাংশ।

বণিক বার্তা