গত মাসে চীনের রফতানি পূর্বাভাসের চেয়ে বেশি হয়েছে। প্রধান বাজারগুলো কভিড-১৯ নিয়ন্ত্রণ নীতিমালা শিথিল করায় আগস্টে রফতানিতে এ চাঙ্গা ভাব দেখা দিয়েছে। সোমবার প্রকাশিত সরকারি উপাত্তে এ তথ্য উঠে এসেছে। খবর এএফপি।

চিকিৎসাসামগ্রীর বৈশ্বিক চাহিদার ওপর দাঁড়িয়ে চীনের সার্বিক রফতানি বেড়েছে। অভ্যন্তরীণ চাহিদায় জোর দেয়া সত্ত্বেও অপ্রত্যাশিতভাবে দেশটির আমদানি সংকুচিত হয়েছে। চীনের শুল্ক প্রশাসন জানায়, আগস্টে দেশটির রফতানি বছরওয়ারি বেড়েছে ৯ দশমিক ৫ শতাংশ। ব্লুমবার্গের জরিপে যেখানে ৭ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছিল।

তবে অর্থনীতিবিদরা সতর্ক করছেন, কিছু অঞ্চলে নতুন করে সংক্রমণ হওয়ায় সামনের দিনগুলোয় অর্থনীতি কোন দিকে যাবে তা বলা যাচ্ছে না।

মে মাস থেকে চীনের আমদানি কমতে থাকে। গত মাসে শূন্য দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হলেও অর্থনীতি সংকুচিত হয়েছে ২ দশমিক ১ শতাংশ।

বণিক বার্তা