সেলফোন অপারেটর নয়; কিন্তু টেলিযোগাযোগ সেবা দিচ্ছে এমন সব কোম্পানিকে করের আওতায় নেয়ার ঘোষণা দিয়েছে স্পেন। ফলে দেশটিতে হোয়াটসঅ্যাপের মতো কল ও ইনস্ট্যান্ট মেসেজিং সেবাদাতাদের আয়ের ওপর ভিত্তি করে কর পরিশোধ করতে হবে। খবর লাইভমিন্ট।

স্পেনের এক খসড়া আইনে বলা হয়েছে, টেলিযোগাযোগ অপারেটরদের মতোই একই পন্থায় ইনস্ট্যান্ট মেসেজিং সেবাদাতাদের ওপর কর বর্তাবে। ওই খসড়া আইনটি এখনো পরামর্শ ধাপে রয়েছে। আইনটি বিষয়ে জনসাধারণের প্রতিক্রিয়া আহ্বান করা হয়েছে।

স্পেনের টেলিকমিউনিকেশন অ্যান্ড ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার মন্ত্রী রবার্তো স্যানচেজ বলেন, আমরা যেভাবে যোগাযোগ সেবা ব্যবহার করি তা বদলে গেছে এবং ফলাফল হিসেবে প্রতিযোগিতা শর্তে পরিবর্তন এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, যেসব প্রতিষ্ঠানের বার্ষিক আয় ১২ লাখ ডলারের বেশি, সেসব প্রতিষ্ঠান করের আওতায় আসবে। খসড়া আইন বলছে, মোট আয়ের প্রতি হাজার ইউরোর জন্য এক ইউরো করে কর ধরা হবে। নতুন আইন কার্যকরের বিষয় নির্ভর করছে স্পেনের নাগরিকদের প্রতিক্রিয়ার ওপর।

বণিক বার্তা